খেলা ডেস্ক
আগস্ট ২৯, ২০২১
১০:৩৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২১
১০:৩৬ পূর্বাহ্ন
ক্রিস্টিয়ানো রোনালদোহীন প্রথম ম্যাচেই হারল জুভেন্টাস। এখন আর জুভেন্টাসের খেলোয়াড় নন। ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর আজকেই প্রথম মাঠে নেমেছিল জুভেন্টাস। রোনালদোর মতো খেলোয়াড় দলে না থাকাটা যে কত বড় সমস্যার বিষয়, সেটা তাঁরা আজই হাড়ে হাড়ে টের পেয়েছে।
ইতালিয়ান লিগের দ্বিতীয় ম্যাচে পুঁচকে এম্পোলির কাছে ১-০ গোলে হেরে বসেছে জুভেন্টাস। এম্পোলির হয়ে গোল করেছেন ইতালিয়ান ফরোয়ার্ড লিওনার্দো মানকুসো। হারটা জুভেন্টাসের গায়ে আরও বেশি করে বিঁধবে, এম্পোলি যে এই মৌসুমেই দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসে খেলছে প্রথম বিভাগে!
এএন/০২