আজ রাতেই মেসির পিএসজি অভিষেক

খেলা ডেস্ক


আগস্ট ২৯, ২০২১
০৭:০৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
০৭:০৮ অপরাহ্ন



আজ রাতেই মেসির পিএসজি অভিষেক


অবশেষে ফুটবল ভক্তদের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আজ রবিবার রাতেই পিএসজিতে অভিষেক হচ্ছে বার্সা ছেড়ে আসা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। ফলে একসঙ্গে মাঠে নামতে পারেন বর্তমান সময়ের সেরা তিন ফুটবলার মেসি-নেইমার-এমবাপ্পে।

পিএসজির হয়ে এতদিন নেইমার-এমবাপ্পে জুটি বিশ্ব মাতিয়েছে। একের পর এক ম্যাচে দাপট দেখিয়ে ফলাফল নিজেদের কব্জায় রেখেছে। এরপর চলতি মাসের শুরুতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় প্যারিসের জায়ান্ট ক্লাবটির শক্তি আরও বাড়ে। 

আর তাই ত্রয়ীর একসঙ্গে খেলা দেখতে যেন তর সইছিল না সমর্থকদের। তবে তাদের এই খুশির সংবাদেও যেন কিছুটা কষ্ট লুকিয়ে আছে। কারণ এরইমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে, পিএসজি ছাড়ছেন ফরাসী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এমনকি রিয়াল মাদ্রিদে তার থিতু হওয়ার খবরও এখন ‘ওপেন সিক্রেট’।

আজ রাতে রেইমসের মুখোমুখি হবে পিএসজি। কোচ মরিসিও পচেত্তিনো ইঙ্গিত দিয়েছেন এ ম্যাচেই অভিষেক হতে পারে মেসির। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচের পরই শুরু হবে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। পিএসজির পরের ম্যাচ আগামী মাসের ১২ তারিখ। তাই এই ম্যাচেই মেসিকে মাঠে দেখার প্রবল সম্ভাবনা আছে। খেলা হবে রেইমসের মাঠে। আর মেসির অভিষেক দেখার জন্য স্টেডিয়ামের ২১ হাজার টিকিটের সবই বিক্রি হয়ে গেছে।

গত মৌসুমে রানারআপ হয়েছিল পিএসজি। সেই আক্ষেপ ভুলে এবার যেন ট্রফি পুনরুদ্ধার করার লক্ষ্য নয়বারের চ্যাম্পিয়নদের। ফরাসি লিগ ওয়ানে ব্রেস্টকে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পায় পচেত্তিনোর শিষ্যরা।

এএন/০৩