লিগ ওয়ানে জয়ে অভিষেক মেসির

খেলা ডেস্ক


আগস্ট ২৯, ২০২১
০৬:৫৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
০৬:৫৪ অপরাহ্ন



লিগ ওয়ানে জয়ে অভিষেক মেসির
জোড়া গোলে নায়ক এমবাপে



ফ্রান্স লিগ ওয়ানে জয় দিয়ে অভিষেক হলো লিওনেল মেসির। অন্যভাবে বললে পিএসজিতে জয়ে বরণ মেসিকে। ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি। যদিও ম্যাচে সবার নজর আটকে ছিল পিএসজির বেঞ্চে, কখন নামবেন লিওনেল মেসি। শেষ হলো অপেক্ষা, মাঠে নামলেন সাবেক বার্সেলোনা তারকা। ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের বদলি মাঠে নামের মেসি। তার আগেই জোড়া গোল করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেন কিলিয়ান এমবাপে।

রাঁসের মাঠে রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। ম্যাচের ১৬ মিনিটে ডি মারিয়ার দেওয়া বল জালে পাঠান এমবাপে। ৬৩ মিনিটে হাকিমের পাসে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন এমবাপে।

এএন/০৩