রোনালদোর জোড়া গোলে জিতল পর্তুগাল

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২১
০১:৫০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০১:৫০ অপরাহ্ন



রোনালদোর জোড়া গোলে জিতল পর্তুগাল
বিশ্বকাপ বাছাই পর্ব


ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করে দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ পেয়েও হারালেন। তবে এতে দমে যাওয়ার পাত্র নন পর্তুগিজ মহাতারকা। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়লেনই সেইসঙ্গে পর্তুগালের এনে দিলেন জয়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

সম্প্রতি চমক জাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদোর দেশের হয়ে গোল হলো ১১১টি। ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ের গোল ১০৯টি।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে পর্তুগিজরা। জন ইগানের গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে সাত মিনিটে গোল দুটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে আলি দাইকে ছাপিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নেন পর্তুগিজ মহাতারকা।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে পর্তুগালের এটি তৃতীয় জয়। আর তিন ম্যাচ খেলে তিনটিতেই হারল রিপাবলিক অব আয়ারল্যান্ড।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। এক ম্যাচ কম খেলা সার্বিয়া ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। দিনের আরেক ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো লুক্সেমবুর্গ তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। রিপাবলিক অব আয়ারল্যান্ড ও আজারবাইজানের পয়েন্ট শূন্য।

এএন/০১