আজ শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
০১:৪৫ পূর্বাহ্ন



আজ শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


সাফের প্রস্তুতি হিসেবে আজ রবিবার শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৮তম আর যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ১০২তম। শক্তির ব্যবধানটা এখানেই স্পষ্ট। দুই দলের সর্বশেষ দুই দেখায় হেরেছিল বাংলাদেশ। এবার ফিলিস্তিনের বিপক্ষে রণকৌশল পরিবর্তনের কথা বললেন বাংলাদেশ কোচ জেমি ডে।

ফিলিস্তিনের বিপক্ষে কখনও জিততে পারেনি বাংলাদেশ। ১৫ বছর আগে এএফসি কাপে ১-১ ড্র করেছিল। প্রাপ্তি বলতে একটাই। জেমি ডে বলেন, 'এই তিন ম্যাচে আমরা অবশ্যই ভিন্ন কৌশলে খেলার চেষ্টা করব। দেখব সাফের জন্য আমরা বিকল্প কোনো কৌশল রপ্ত করতে পারি কিনা। যেহেতু এই ম্যাচগুলো আমরা সাফের প্রস্তুতির জন্য খেলছি, অবশ্যই ভিন্ন কৌশল নিয়ে এই তিন ম্যাচে কাজ করব। সবাইকে এটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও দিব। ম্যাচগুলো ছেলেদের জন্য কঠিন হবে; ভালো অভিজ্ঞতাও হবে।'

দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের ম্যাচে সুযোগ দেওয়া হবে বলেও জানালেন জেমি, 'সব খেলোয়াড়ই এই তিন ম্যাচের যে কোনো একটিতে খেলার সুযোগ পাবে। আমি তাদেরও (চার নতুন) আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দিতে চাই। গত তিন-চার দিন ছেলেরা অনুশীলনে অনেক পরিশ্রম করেছে। কিরগিজস্তানের বিপক্ষে ফিলিস্তিনের প্রথম ম্যাচে দেখেছি ওরা কতটা ভালো, শক্তিশালী ও দৃঢ়তাপূর্ণ দল। কঠিন একটা ম্যাচ হবে এবং ছেলেদের জন্য এটা ভালো একটা পরীক্ষা হবে।'

এএন/০৩