প্রস্তুতি ম্যাচ খেলতে নেপালে বাংলাদেশ নারী দল

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৭, ২০২১
০৯:০৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
০৯:০৯ অপরাহ্ন



প্রস্তুতি ম্যাচ খেলতে নেপালে বাংলাদেশ নারী দল


প্রস্তুতি ম্যাচ খেলতে নেপাল গেছে বাংলাদেশ নারী দল। নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে হিমালয়ের দেশটিতে সফর করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে ঢাকা ছেড়ে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। আগামীকাল ও ১২ সেপ্টেম্বর পোখারায় দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। প্রীতি ম্যাচ দুটি ফিফা টায়ার ১ ক্যাটাগরির অর্ন্তগত বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশেন (বাফুফে)।

চলতি মাসেই উজবেকিস্তানে বসতে চলেছে নারী এশিয়া কাপের বাছাই পর্বে গ্রুপ ‘জি’র ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে ১৯ সেপ্টেম্বর জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সাবিনা খাতুনের দল। ২২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরান। নেপাল থেকে দেশে না এসে সরাসরি উজবেকিস্তানে চলে যাওয়ার কথা রয়েছে তহুরা-মৌসুমীদের।

আগামী বছরের ২০ জানুয়ারি ভারতে শুরু হবে নারী এশিয়া কাপের মূল পর্ব। ৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এই আয়োজন।

এশিয়া কাপ বাছাইপর্ব ও নেপালে প্রস্তুতি ম্যাচে খেলতে ২৩ সদস্যের বাংলাদেশ দল

গোলরক্ষক : ইয়াসমিন আক্তার, সাথী বিশ্বাস, রুপনা চাকমা

রক্ষণভাগ : মাসুরা পারভিন, নার্গিস খাতুন, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজম, মিসরাত জাহান মোসুমী, শামসুন্নাহার সিনিয়র, নাসরিন আক্তার, আঁখি খাতুন

মধ্যমাঠ : শামসুন্নাহার জুনিয়র. মারিয়া মান্ডা, মনিকা চাকমা, রিতু পর্ণা চাকমা, সোহাগী কিসকু।

আক্রমণভাগ : সাবিনা খাতুন (অধিনায়ক), কৃষ্ণা রানী সরকার, সানজিদ আক্তার, মার্জিয়া, সিরাত জাহান স্বপ্না, আনুচিং মুগনি ও তহুরা খাতুন।

এএন/০৭