ইংল্যান্ডকে জিততে দেয়নি পোল্যান্ড

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৯, ২০২১
০২:৩৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
০২:৫১ অপরাহ্ন



ইংল্যান্ডকে জিততে দেয়নি পোল্যান্ড


গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করা ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে টানা ষষ্ঠ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইংলিশদের জালে বল পাঠিয়ে তাদের আনন্দ মাটি করে দিয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পোল্যান্ড।

বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারসতে অনুষ্ঠিত ‘আই’ গ্রুপের ম্যাচের প্রায় ৬৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে ইংলিশরা। বল দখলে অনেকটা এগিয়ে থাকা ইংল্যান্ড পুরো ম্যাচে শট নেয় ১৩টি, তার মাত্র দুটি ছিল লক্ষ্যে। আর পোলিশদের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুতে দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে, দুদলের আক্রমণভাগের ফুটবলারদের গোল মিসের মহড়ায় কেউই সুবিধা করতে পারেনি। বিরতি থেকে ফিরে খেলার গতি বাড়ায় ইংল্যান্ড। টানা আক্রমণের ফলও দ্রুত পেয়ে যায় ইংলিশরা। ম্যাচের ৭২ মিনিটেই আচমকা দূরপাল্লার শটে সফরকারীদের এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন।

বিশ্বকাপ ও ইউরোর বাছাই মিলিয়ে টানা ১৫ ম্যাচে জালের দেখা পেলেন তারকা এই স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে ৬৪ ম্যাচে তার গোলসংখ্যা ৪১টি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে টটেনহ্যাম তারকার চেয়ে এখন বেশি গোল আছে কেবল চার জনের-ওয়েইন রুনি (৫৩টি), ববি চার্লটন (৪৯টি), গ্যারি লিনেকার (৪৮টি) ও জিমি গ্রিভস (৪৪টি)।

ম্যাচ শেষের দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সব ভেস্তে দেন শিমানসকি। বাঁ থেকে লেভানডোভস্কির দূরের পোস্টে বাড়ানো দারুণ ক্রসে হেডে দলকে উল্লাসে ভাসান এই মিডফিল্ডার।

৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তিনে আছে পোল্যান্ড। দিনের অন্য ম্যাচে সান ম্যারিনোকে ৫-০ গোলে হারানো আলবেনিয়া ১২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

এএন/০৩