খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২১
০৪:১১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০৪:১১ অপরাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডে রাজসিক প্রত্যাবর্তন হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর।
শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অসাধারণ নৈপুণ্যে ব্রুনো ফের্নান্দেস করেন তৃতীয় গোলটি। শেষ গোলটি আসে জেসে লিনগার্ডের পা থেকে।
ঘরের ছেলে ঘরে ফিরেছে। তাকে আবারও প্রিয় দলের জার্সিতে দেখতে রোমাঞ্চিত ইউনাইটেড সমর্থকদের ভিড়ে গ্যালারিতে যেন তিল ধারনের ঠাঁই ছিল না। ‘রোনালদো ইজ ব্যক’-লেখা প্ল্যাকার্ড হাতে এক ভক্তের সে কী উল্লাস। অনেকের পরনেই রোনালদো লেখা জার্সি। ওল্ড ট্র্যাফোর্ড যেন হয়ে উঠেছিল রোনালদোময়। মাঠের লড়াইও অনেকটা তাই। শুরুতে এগিয়ে নেওয়া দলকে দ্বিতীয়ার্ধে গিয়ে আবারও পথ দেখালেন রোনালদো। দলকে এনে দিলেন দারুণ এক জয়।
১২ বছর ১২৪ দিন পর আবারও প্রিমিয়ার লিগে জালের দেখা পেলেন রোনালদো। ম্যানচেস্টার ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার বছর ২০০৯ সালের মে মাসে সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করেছিলেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার চেয়ে বেশি ব্যবধানে কেবল একজনই গোল পেয়েছেন; ইংলিশ ডিফেন্ডার ম্যাট জ্যাকসন, ১৩ বছর ১৮৭ দিন(১৯৯৩ সালের পর আবার ২০০৬ সালে)। লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা।
লিগের অন্য ম্যাচে আর্সেনাল ১-০ গোলে নরউইচকে ও ব্রাইটন ১-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারায়।
এএন/০১