খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২১
০৪:৩৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০৪:৩৬ অপরাহ্ন
ক্রিস্টাল প্যালেস ৩ – ০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে । শনিবার ক্রিস্টাল প্যালেসের সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ হারলেও ৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে টটেনহ্যাম। সমান খেলায় ১ জয় ২ হার ও ১ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে এগারতম ক্রিস্টাল প্যালেস।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর খেলতে নেমে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। ৫৮ মিনিটে জেফেট টাঙ্গা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হওয়া সফরকারিদের চাপে রেখে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা।
৭৬ মিনিটে স্পট কিক থেকে গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে নেন উইলফ্রিড জাহা। ৮৪ মিনিটে আবারও এগিয়ে যায় প্যাট্রিক ভিয়েরার শির্ষরা।
উইলফ্রিড জাহারের বক্সের পাস থেকে ডানের পাশে বল পেয়ে জালে জড়ান ওডসন এডুয়ার্ড। নিজের অভিষেক ম্যাচে দারুন গোল পায় এই ফরাসি খেলোয়াড়।
ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় আবারও টটেনহ্যামের জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন ২৩ বছর বয়সি এই স্ট্রাইকার।
এএন/০২