জেমি আউট, সাফে বাংলাদেশের কোচ অস্কার

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১৭, ২০২১
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২১
০৭:৪২ অপরাহ্ন



জেমি আউট, সাফে বাংলাদেশের কোচ অস্কার

১-১৬ অক্টোবর মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে জেমি ডে’কে দেখা যাবে না। তার পরিবর্তে সেখানে দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তাঁকে ২ মাসের অন্তবর্তীকালীন সময়ের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আর জেমি ডে’কে দেওয়া হয়েছে ৩ মাসের জন্য অব্যাহতি।

আজ জাতীয় দল কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ। এর পরদিন ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন অস্কার ব্রুজন।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানে তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা জেমি ডে’র উপর সন্তুষ্ট নই। আমাদের সভাপতি মহোদয়ও কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমরা জেমি ডে’কে আগামী তিন মাস জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। অস্কার ব্রুজনকে ২ মাসের জন্য অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে।’  

অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসের কোচ। ঘরোয়া পর্যায়ে সফল হলেও এএফসি কাপে এই মালদ্বীপেই ব্যর্থ হয়ে ফিরেছেন কিছু দিন আগে। আবার সেই অস্কারকে কোচ করা প্রসঙ্গে নাবিলের ব্যাখ্যা, ‘গত দুই তিন বছরে সে আমাদের ঘরোয়া পর্যায়ে সবচেয়ে সফল কোচ। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় তার ক্লাবের। বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ 

অস্কার আগামী দুই মাস জাতীয় দলের সাফ টুর্নামেন্ট, অক্টোবরে কুয়েতে এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশীপের বাছাই ও নভেম্বরে শ্রীলংকায় চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে থাকবেন। অস্কারের চুক্তি বসুন্ধরার সঙ্গে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরে ঘরোয়া লিগ শুরু হতে পারে। বসুন্ধরার সঙ্গে আলোচনা করেই অস্কারকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাবিল আহমেদ। 

জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তি আরো প্রায় এক বছর রয়েছে। চুক্তি থাকায় জেমি ডে’কে সরাসরি বাদ বা বরখাস্ত বলছে না দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জেমি ডে সম্পর্কে নাবিল বলেন,‘ আগামী তিন মাস সে জাতীয় দলের সঙ্গে দায়িত্বে থাকবে না। এরপর আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ 

সাফে ৩৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছে বাফুফে। নতুন কোচ প্রয়োজনে নতুন তালিকা দিতে পারবে বলে জানিয়েছেন নাবিল,‘ নতুন কোচ তার প্রয়োজন মতো তালিকা এবং কোচিং স্টাফ নিতে পারবেন।’ 

বিএ-০২