খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২১
০৭:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১
০৭:১৩ পূর্বাহ্ন
ইতালিয়ান সিরি'আ লিগে ঘরের মাঠ তুরিন স্টেডিয়ামে সাম্পদোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে জুভেন্টাস।
রবিবার ম্যাচের দশম মিনিটে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার গোলে লিড নেয় স্বাগতিক জুভেন্টাস। ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো বনুচ্চি। দুই গোল হজমের পর বিরতির আগেই জুভেন্টাসকে একটি গোল ফিরিয়ে দেয় অতিথিরা। গোলটি করেন ইয়োশিদা।
বিরতি থেকে ফিরেই জুভেন্টাসকে তৃতীয় গোলটি এনে দেন লোকাতেল্লি। ম্যাচের শেষ দিকে সাম্পদোরিয়ার কান্দ্রেভা গোল করলেও জুভেন্টাসের জয় রুখতে পারেনি। এই ম্যাচের দশম মিনিটে প্রথম গোলটি এনে দেওয়া দিবালা ইনজুরির শিকার হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। ম্যাচের ২১তম মিনিটে উরুতে চোট পান এই আর্জেন্টাইন তারকা।
এএন/০২