আতলেতিকো মাদ্রিদে ধরাশায়ী বার্সেলোনা

খেলা ডেস্ক


অক্টোবর ০৩, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন



আতলেতিকো মাদ্রিদে ধরাশায়ী বার্সেলোনা


স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে ধরাশায়ী হয়েছে বার্সেলোনা। আগের ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারালেও চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারে বিপর্যস্ত দলটি। আতলেতিকোর বিপক্ষে ম্যাচটি জয়ের জন্য অনেকটাই মরিয়া হয়ে ছিল কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছে দলটি। স্বাগতিক আতলেতিকোর রক্ষণে শুরুতেই ঝাপিয়ে পড়ার চেষ্টাও করে তারা। কিন্তু খুব ভালো কোনো আক্রমণ রচনা করতে পারেননি ডিপাই-কুতিনিয়োরা। উল্টো ২৩ মিনিটে গোল খেয়ে বসে বার্সেলোনা। লুইস সুয়ারেজে অসাধারণ এক পাস থেকে দুর্দান্ত গোলে আতলেতিকোকে এগিয়ে দেন টমাস লেমার। ২৮ মিনিটে অসাধারণ এক সুযোগ পেয়ে যায় আতলেতিকো। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ।উরুগুইয়ান স্ট্রাইকার জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত এক শটে আতলেতিকোর ব্যবধান ২-০ করেন।

বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ম্যাচের আগের দিনই বলেছিলেন, গোল পেলেও উদ্‌যাপন করবেন না। গোল করার পর তা তিনি করেননি। গোল করার পর তাঁর সতীর্থরা যখন উৎসব করতে দৌড়ে এসেছেন, সুয়ারেজ বার্সেলোনার সমর্থকদের দিকে করজোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেছেন।

এএন/০৪