খেলা ডেস্ক
অক্টোবর ০৩, ২০২১
০১:০৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২১
০১:০৭ অপরাহ্ন
ম্যানচেস্টার সিটির বিপক্ষে নতুন ক্লাবে প্রথম গোল উদ্যাপনের পাঁচ দিনের মধ্যেই লিওনেল মেসি পেলেন প্রথম হারের তেতো স্বাদ।
চ্যাম্পিয়নস লিগে সিটির বিপক্ষে সেই ম্যাচের পর আজ লিগে রেনের বিপক্ষে নামে পিএসজি। মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, মারিয়া, ভেরাত্তির মত তারকায় ঠাসা দলই নামান কোচ মরিসিও পচেত্তিনো। কিন্তু রেনের মাঠে শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে পিএসজি। পুরো ম্যাচে পিএসজি রেনের গোলপোস্টে একটা শটও রাখতে পারেনি!
মেসি, নেইমার, এমবাপ্পে কেউই যে আজ খুব বেশি বাজে খেলেছেন এমন নয়। এমবাপ্পে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন বটে, তবে ম্যাচজুড়ে পিএসজির আক্রমণভাগে সবচেয়ে প্রাণচঞ্চল ছিলেন তিনিই। মেসির দারুণ একটি ফ্রি-কিক বারে লেগে ফিরেছে। প্রথমার্ধে মেসি ও নেইমার মিলে তিন-চারবার এমবাপ্পেকে দারুণ থ্রু বাড়িয়েছেন, যেগুলো কাজে লাগাতে পারেননি ফ্রেঞ্চ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের একটা গোল বাতিল হয়েছে অফসাইডে।
আর্জেন্টাইন কোচের খেলোয়াড় বদল নিয়েও প্রশ্ন উঠতে পারে! দল যখন ২-০ গোলে পিছিয়ে, এমন অবস্থায় মেসিকে একা করে দিয়ে, এমবাপ্পেকে প্রতিপক্ষের গোলের সামনে থেকে বাঁ প্রান্তে নিয়ে গিয়ে নেইমার আর ভেরাত্তিকে উঠিয়ে নেন পচেত্তিনো! তখনো ম্যাচের ১৫ মিনিট বাকি!
এএন/০৫