স্পেনের গাভির রেকর্ডের দিনে থামল ইতালির জয়রথ

খেলা ডেস্ক


অক্টোবর ০৭, ২০২১
০৩:১১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২১
০৩:১১ অপরাহ্ন



স্পেনের গাভির রেকর্ডের দিনে থামল ইতালির জয়রথ

ফাঁকায় দাঁড়িয়ে হেড করেই ম্যাচে স্পেনের ও নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস।


উড়তে থাকা ইউরোর শিরোপাধারী ইতালির জয়রথ থামল নেশনস লিগের সেমিফাইনালে। টানা অপরাজিত থাকার রেকর্ড রবার্তো মানচিনির ইতালি আগেই গড়েছিল, সেটিকে কাল ৩৭-এ থামিয়ে দিল স্পেন। মিলানের সান সিরো স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফেরান তোরেসের জোড়া গোলে ইতালিকে ২-১ হারিয়ে নেশনস লিগের ফাইনালে উঠল স্পেন।

আগামী ১১ অক্টোবর সান সিরোতেই হতে যাওয়া ফাইনালে লুইস এনরিকের দল প্রতিপক্ষ হিসেবে পাবে আজ আরেক সেমিফাইনালে বেলজিয়াম ও ফ্রান্সের মধ্যে জয়ী দলকে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে জুভেন্টাস স্টেডিয়ামে নামবে ফ্রান্স-বেলজিয়াম। 

গত জুলাইয়ে এই ইতালির কাছেই টাইব্রেকারে হেরে সেমিফাইনালে বাদ পড়েছিল স্পেন। অর্থহীন প্রীতি ম্যাচের বদলে একটা টুর্নামেন্ট বের করার চেষ্টা থেকে জন্ম নেওয়া নেশনস কাপের সঙ্গে ইউরোর তুলনা চলে না, তবু শেষ পর্যন্ত ইউরোর শিরোপা জেতা ইতালিকে এবার সেমিফাইনালেই বিদায় করে দেওয়ায় স্প্যানিশদের কিছুটা তৃপ্তি হওয়ারই কথা!

স্পেনের গোলদাতা ফেরান তোরেসও বলছিলেন, ‘জানতাম এটা একটা বিশেষ ম্যাচ হবে। আমরা ইউরোতে একটা সেমিফাইনালে বাদ পড়েছি। আরেকটা টুর্নামেন্টের সেমিফাইনালে ওদের নিজেদের মাটিতে হারানোর চেয়ে দারুণ আর কী হতে পারে!’ ম্যাচে বোনুচ্চিরই লাল কার্ড বিপদে ফেলে দেয় ইতালিকে!

এই ম্যাচে র্সেলোনার যুব একাডেমির গাভির আন্তর্জাতি অভিষেক হয়। স্পেন জাতীয় দলের জার্সিতে ১৭ বছর ৬২ দিন বয়সী গাভির অভিষেক এক ইতিহাস। এর চেয়ে কম বয়সে স্পেন জাতীয় দলের হয়ে খেলেননি কেউ। আর গাভির রেকর্ডের দিনেই থামল ইতালির জয়রথ।

এএন/০৫