পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

খেলা ডেস্ক


অক্টোবর ১৫, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন



পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার


বিশ্বকাপ বাছাইপর্বে ঘরেরমাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। গোল করেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। লিওনেল মেসি গোল না করতে পারলেও খেলেছেন দুর্দান্ত। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে খেলার দাবিটা আরেকটু জোরালো করল আর্জেন্টিনা। নিজের খেলা শেষ ৮ ম্যাচে এই নিয়ে ৬ গোল করলেন লাওতারো মার্টিনেজ। 

ম্যাচের ৪২ মিনিটে ডানপ্রান্ত থেকে রাইটব্যাক নাহুয়েল মলিনার ক্রসে মাথা ছুঁইয়ে দুর্দান্তভাবে গোল করে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। 

কোচ লিওনেল স্কালোনির অধীনে অসাধারণ খেলছেন লাওতারো মার্টিনেজ। ৩৩ ম্যাচে এই নিয়ে ১৭ গোল তাঁর। স্কালোনির অধীনে কোন স্ট্রাইকার এত বেশি গোল করেননি। 

গোটা ম্যাচেই দুর্দান্ত খেলেছেন দি পল। কী আক্রমণ, কী রক্ষণ - দুদিকেই দেখা গেছে তাঁকে। 

তবে এই ভালো খেলার পুরষ্কার আরেকটু হলেই হারাতে বসেছিল আর্জেন্টিনা। ৬৬ মিনিটে হুট করে একটা পেনাল্টি পেয়ে বসে পেরু। কিন্তু দলের মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন সেই পেনাল্টি লাগান ক্রসবারে। গোল আর জোটেনি পেরুর কপালে। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের তালিকায় এখনো দ্বিতীয় স্থানে মেসিরা। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

এএন/০৭