খেলা ডেস্ক
অক্টোবর ১৯, ২০২১
০৮:৩০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২১
০৮:৩০ অপরাহ্ন
পাঁচ গোলের ম্যাচের নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের শুরুতেই দুই গোল হজমের ধাক্কা অতোঁয়ান গ্রিজমানের নৈপুণ্যে কাটিয়ে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। পরে আবার তার ভুলেই ১০ জনের দলে পরিণত হয় দলটি। শেষ দিকে পেনাল্টি থেকে পাওয়া গোলে জয় পেয়েছে লিভারপুল।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘বি’ গ্রুপের ম্যাচে লিভারপুল ৩-২ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রদকে। শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর শেষে জয়সূচক গোলটিও করেন মোহামেদ সালাহ। তাদের দ্বিতীয় গোলটি নাবি কেইতার।
টানা তৃতীয় জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে লিভারপুল।
গ্রুপের আরেক ম্যাচে পোর্তো ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে এসি মিলানকে। পোর্তোর সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। মিলানের পয়েন্ট শূন্য।
এএন/০৪