খেলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০২১
১২:৫৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২১
১২:৫৭ অপরাহ্ন
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ডি গ্রুপে নিজেদর দ্বিতীয় ম্যাচে ৬ গোল হজম করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আজ বিকেলে তাসখন্দের পাকঠাকুর স্টেডিয়ামে স্বাগতিক
উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যুবারা। প্রথম ম্যাচে কুয়েতের কাছে লড়াইয়ে করে ১-০ গোলে হেরেছিল মারুফুল হকের শিষ্যরা। আজকের ম্যাচে স্বাগতিকদের সামনে অসহায় আত্মসমর্পণ করে লাল-সবুজের জার্সিধারীরা।
উজবেকিস্তান যুব দলের বিপক্ষে কখনই জেতার রেকর্ড নেই লাল-সবুজদের। এর আগে তিনটি এএফসি এশিয়ান কাপে ১৯৯৯ সালে উজবেকিস্তানের কাছে বাংলাদেশ হারে ৬-০ গোলে। ২০০৬ সালে হারে ৫-০ এবং একই আরেক ম্যাচে ৪-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
গ্রুপের অপর ম্যাচে কুয়েত ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবকে। টানা দুই হারে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। শেষ ম্যাচে আগামী ২ নভেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে সৌদি আরবের। আরেক ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানকে মোকাবেলা করবে কুয়েত।
এএন/০৬