খেলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০২১
০১:৩৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২১
০১:৩৯ অপরাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। নেপথ্যে সেই ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার টটেনহ্যাম হটস্পারকে ৩-০ হারাল ম্যান ইউ। গোল করেন রোনালদো এডিনসন কাভানি ও মার্কাস র্যাশফোর্ড। ম্যান ইউকে আগের ম্যাচে ৫-০ চূর্ণ করা লিভারপুল শনিবার আটকে গেল ব্রাইটনের কাছে।
ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে বড় ধাক্কা খেল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিও। অবিশ্বাস্য ভাবে ক্রিস্টাল প্যালেস তাদের হারিয়েছে ২-০ গোলে। প্রথম গোলটি করলেন উইলফ্রেড জ়াহা। ৮৮ মিনিটে ক্রিস্টাল করেন দ্বিতীয় গোলটি। আয়েরমিক লাপোর্তে লাল কার্ড দেখায় ম্যান সিটি দ্বিতীয়ার্ধে দশ জন নিয়ে খেলে।
প্রিমিয়ার লিগে অঘটনের দিনে ব্যতিক্রম ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং আর্সেনাল। থোমাস টুহলের দল শনিবার ৩-০ হারাল নিউক্যাসলকে। জোড়া গোল করেন রিস জেমস (৬৫ ও ৭৭ মিনিটে)। ৮১ মিনিটে পেনাল্টি থেকে চেলসির তৃতীয় গোলটি করেন জর্জিনহো।কয়েক ঘণ্টা আগে আর্সেনাল চমকে দেয় লেস্টার সিটির মতো ক্লাবকে ১৮ মিনিটের মধ্যে দু’টি গোল দিয়ে। গোল করেন গ্যাব্রিয়েল ও এমিলে স্মিথ রো।
প্রত্যাশিত ভাবেই লিগ টেবলের শীর্ষে রোমেলু লুকাকুরা। চেলসির পয়েন্ট ১০ ম্যাচে ২৫। শনিবার ড্র করে পিছিয়ে গেল লিভারপুল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২২। ব্রাইটন রয়েছে পয়েন্ট টেবলের ৬ নম্বরে (১০ ম্যাচে ১৬)। হেরে যাওয়া ম্যান সিটি পড়ে থাকল তৃতীয় স্থানেই (পয়েন্ট ২০)।
এএন/০৮