খেলা ডেস্ক
নভেম্বর ০৬, ২০২১
০১:৩৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২১
০১:৩৫ অপরাহ্ন
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট পিএসজি। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বোরডাক্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ২ টায় বোরডাক্সের মাটিতে।
পিএসজি এবং বোরডাক্সের মধ্যকার এই ম্যাচে লিওনেল মেসিকে পাবেনা পিএসজি। ইনজুরির সমস্যার কারণে এই তারকাকে রাখা হয়নি। তবে মেসি না খেললেও আরেক তারকা নেইমার জুনিয়র খেলবেন এ ম্যাচে। সঙ্গে রয়েছেন এমবাপ্পেও।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাজত্ব চলছে পিএসজির। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা লেন্স এক ম্যাচ বেশি খেলেও অর্জন করেছে ২৪ পয়েন্ট। তিনে থাকে নিসের পয়েন্ট ২৩। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে বোরডাক্স।
এএন/০১