পর্তুগালকে প্লে-অফে রেখে কাতার বিশ্বকাপে সার্বিয়া

খেলা ডেস্ক


নভেম্বর ১৬, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন



পর্তুগালকে প্লে-অফে রেখে কাতার বিশ্বকাপে সার্বিয়া


পর্তুগালকে প্লে-অফে রেখে কাতার বিশ্বকাপে চলে গেল সার্বিয়া। পর্তুগালকে এখন প্লে অফ উৎরাতে হবে কাতার বিশ্বকাপে খেলতে হলে। লিসবনে রবিবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে সার্বিয়া।

শুরুতেই এগিয়ে যাওয়া পর্তুগাল ব্যবধান ধরে রাখতে পারেনি। সময় গড়াতেই চমৎকার ভাবে ঘুরে দাঁড়ায় সার্বিয়া। শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল দলটি।

আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিল সার্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পর্তুগালকে খেলতে হবে প্লে-অফ। যদিও ম্যাচটি ড্র করলেই সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বিশ্বকাপে চলে যেতো পর্তুগাল।

ইউরোপ অঞ্চলের ১০ গ্রুপের ১০ রানার্সআপ ও নেশনস লিগে ভালো করেছে কিন্তু বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে পারেনি এমন শীর্ষ দুই দলকে নিয়ে হবে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ। ১২ দলকে তিন গ্রুপে ভাগ করে দেওয়া হবে। চারটি দলের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালে মাধ্যমে যে তিন দল বিজয়ী হবে তারা যাবে কাতার বিশ্বকাপে।

এএন/০৩