২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকছেন রাব্বি

খেলা ডেস্ক


নভেম্বর ২৯, ২০২১
০৭:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
১০:১২ অপরাহ্ন



২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকছেন রাব্বি

মাথায় আঘাত লেগে মাঠ ছেড়ে যাওয়া ইয়াসির আলি রাব্বি রক্ষা পেলেন খারাপ কিছুর শঙ্কা থেকে। সিটি স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি তার। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের অবস্থা ‘স্থিতিশীল’ বলে এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। তবে সতর্কতা হিসেবে হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

১ম টেস্টের ২য় ইনিংসে লিটন দাসের সঙ্গে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছিলেন অভিষিক্ত রাব্বি। নামের পাশে জমা করে ফেলেছিলেন ৩৬ রান। পাকিস্তানি বোলারদের আগুন মাখানো বোলিং উপেক্ষা করে বাংলাদেশ দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির ৩০তম ওভারের পঞ্চম বলটি ডাক করতে গিয়ে আঘাত লাগে হেলমেটে। বলে প্রচণ্ড গতি থাকার কারণে সেই আঘাত পৌঁছায় মাথা অব্দি। এক ওভার কোনোরকম ব্যাট করে যেতে পারলেও ব্যাথার কারণে পরে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি।

পরে আঘাতের অবস্থা জানতে হাসপাতালে পাঠানো হয় ইয়াসির আলী রাব্বিকে।

স্ক্যান রিপোর্টে জানা গেছে, মাথায় গুরুতর কিছু হয়নি। কোথাও রক্তও জমাট বাধেনি। তবুও সতর্কতার কারণে ২৪ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাকে।

আরএম/০২