খেলা ডেস্ক
ডিসেম্বর ০৫, ২০২১
০৬:৩৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২১
০৬:৩৬ অপরাহ্ন
বিয়ানীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। গতকাল রবিবার পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশিক নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর, সিলেট গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ শাহেদ প্রমুখ।
এএন/০২