সেনাবাহিনীকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আবাহনী

খেলা ডেস্ক


ডিসেম্বর ১০, ২০২১
১১:৩২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২১
১১:৩২ অপরাহ্ন



সেনাবাহিনীকে বিধ্বস্ত করে সেমিফাইনালে আবাহনী

স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠে গেল দেশের অন্যতম শীর্ষ ক্লাব আবাহনী লিমিটেড। চলতি আসরে ভালো পারফর্ম করতে থাকা বাংলাদশ সেনাবাহিনীকে আজ শুক্রবার তারা ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।

৪৫তম মিনিটে দেনিয়েল কলিনদ্রেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার গোল উৎসব করে আবাহনী। জোড়া গোল করেছেন কলিনদ্রেস। বাকি দুটি গোল করেন জীবন আর ইমন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮ম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও গোলবারের ওপর দিয়ে মারেন সেনাবাহিনীর শাহরিয়ার ইমন। এরপর আক্রমণের ধার বাড়াতে থাকে আবাহনী। ২১তম মিনিটে রাফায়েল অগাস্তো সান্তোস দি সিলভার ক্রসে দোরিয়েলতনের ব্যাক ভলি ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। ৩৩তম মিনিটে কলিনদ্রেসের শটেও একই ঘটনা ঘটে। তবে ৩৬ বছর বয়সী কোস্টারিকান এই ফরোয়ার্ডের সৌজন্যেই ৪৫তম মিনিটে এগিয়ে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধে দোরিয়েলতনের জায়গায় নাবীব নেওয়াজ জীবনকে নামান আবাহনী কোচ। ৬৭তম মিনিটে বাঁ দিক থেকে কলিনদ্রেসের আড়াআড়ি ক্রসে হেডে স্কোরলাইন ২-০ করেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ডস জীবন।

তিন মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে কলিনদ্রেসের বাঁকানো ফ্রি কিক চলে যায় সেনাবাহিনীর জালে। ৭৬তম মিনিটে ইমন মাহমুদ বাবুর হেডে গোলসংখ্যা এক হালি পূরণ হয়। এবারের আসরে 'সি' গ্রুপের রানার্সআপ হয়ে সেরা আটে উঠে চমক দেখিয়েছে সেনাবাহিনী।

আরসি-২৭