বেনজেমার জোড়া গোলে রিয়াল হারাল বিলবাওকে

খেলা ডেস্ক


ডিসেম্বর ২৩, ২০২১
০৮:১২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২১
০৮:১২ অপরাহ্ন



বেনজেমার জোড়া গোলে রিয়াল হারাল বিলবাওকে
স্প্যানিশ লা লিগা


স্প্যানিশ লা লিগায় ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। সব ধরনের প্রতিযোগিতায় এটা ছিল রিয়ালের টানা ১৫তম জয়। 

বুধবার দিবাগত রাতে বিলবাও’র মাঠে মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করেন  বেনজেমা। অন্যদিকে ১০ মিনিটের মধ্যেই একটি গোল শোধ করে বিলবাও। ম্যাচের বাকি ৮০ মিনিটে আর কোনো গোল হয়নি।

ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন বেনজেমা। এটা ছিল তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪০০তম গোল। এর ৩ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ৭ মিনিটের সময় বিলবাও’র রক্ষণভাগের ভুলে বল পেয়ে দ্বিতীয় গোলটি পেয়ে যান বেনজেমা। ৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

তবে ১০ মিনিটের মাথায় বিলবাও’র ওহিয়ান সানসেট গোল করে ব্যবধান কমান। বাকি সময় কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করলো লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। আর বিলবাও ১৯ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

এএন/০৭