ক্রীড়া প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২১
০৭:২৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২১
০৭:২৮ অপরাহ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের সুরমা জোনের কাপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল। মঙ্গলবার নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিলেট জেলা ফুটবল দল ৫-১ গোলে নরসিংদী জেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিলেট জেলা ফুটবল দলের পক্ষে আরিফ, মহীউদ্দিন রাসেল, রুমেল, আঙ্গুর ও রকিব ১টি করে গোল করেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া, মাহমুদ হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম আরিজ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু প্রমুখ।
এএন/০২