নানা মারা গেলেও অনশন ভাঙেনি শাবিপ্রবির রুবি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২২, ২০২২
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২২
০১:৩১ পূর্বাহ্ন



নানা মারা গেলেও অনশন ভাঙেনি শাবিপ্রবির রুবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী আন্দোলনরত মরিয়ম রুবি নামের এক শিক্ষার্থীর নানা মারা গেছেন। নানা মারা যাওয়ার খবর পেয়ে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। তবে নানা মারা গেলেও অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন তিনি। উপাচার্যের পদত্যাগ না হলে অনশন ভাঙবেন না তিনি।

অনশনরত অবস্থায় নানাকে দেখতে চান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার বান্ধবীরা বলেন, রুবি এখন হাসপাতালে আছে। সেখানেই সে অনশন চালিয়ে যাচ্ছে। তার দৃঢ়চেতা মনোভাব আমাদের শক্তি জোগাচ্ছে। আন্দোলনের শক্তি পাচ্ছি আমরা। এই সব সেক্রিফাইস শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস, প্রশাসনের জন্য। যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ মনে করবে নিজেকে।

তারা আরো জানান, যে ভিসি পুলিশ ডেকে শিক্ষার্থীদের ওপর হামলা করাতে পারে, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সর্বোচ্চ ত্যাগ শিকার করতে প্রস্তুত।

সূত্র: কালের কণ্ঠ

আরসি-০২