শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৩, ২০২২
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২২
০১:৪১ পূর্বাহ্ন



শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা শুরু

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনা শুরু হয়েছে। 

আজ রবিবার (২৩ জানুয়ারি) রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়েল আইআইটি ভবনের একটি কক্ষে ভিডিও কনফারেন্সে আলোচনা শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। 

শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তারা শাবিপ্রবির ক্যাম্পাসে যান। পরে আন্দোলন শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।

বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ৭ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে খোদ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদও যুক্ত আছেন বলে জানা গেছে।

এনএইচ/আরসি-০৬