ওসমানীনগরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়ি ভাংচুর, আহত ৭

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২২
০২:০২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২২
০২:১৫ অপরাহ্ন



ওসমানীনগরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়ি ভাংচুর, আহত ৭

ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ শেখের গাড়ি ভাংচুর ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, উপজেলার গোয়ালাবাজার ইউপি’র নিজ করনসী গ্রামের শেখ আহসান উল্লাহ’র ছেলে শেখ সুহেল (৩৫), মৃত শেখ আব্দুল আলী ফয়েজ এর ছেলে শেখ জাকির (৩০),ও শেখ সালমান (২৮), আব্দুল জলিল এর ছেলে মো. জসিম ওরফে আদা (২৫), কচবুরাই গ্রামের শেখ আফছর এর ছেলে শেখ পারভেজ (২২)সহ অজ্ঞাত আরো দুইজন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ শেখ’র আত্মীয় শেখ জাকির পরিবারের লোকজন নিয়ে নুরপুর গ্রামে একজন রোগী দেখতে যান।

রবিবার (২৩ জানুয়ারি) রাত দেড়টায় রোগী দেখে ফেরার পথে নিজ করনসী গ্রামে মোকামের সামনে আসলে একদল লোক গাড়ির গতিরোধ হামলা চালায়। খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান আব্দুল কুদ্দুছ শেখের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শাহিদ শেখ। তখন উত্তেজিত লোকজন আব্দুস শহিদ শেখের এলিয়ন কার (নং-ঢাকা মেট্রো গ-২১-৪৯৪০) ভাংচুর করে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ওসমানীনগর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ শেখ জানান, এবারের নির্বাচনে আমার অবস্থান ভাল দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান মানিকের  ছোট ভাই লেবু একদল সন্ত্রাসী নিয়ে আমার ভাইদের উপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে। তারা গত দুই দিন ধরে আমার পোস্টার ব্যানার ছিড়ে ফেলছে। আমার নির্বাচনী কর্মীদের গ্রামে ঢুকতে নিষেধ করছে। আমি প্রশাসন ও ইউনিয়নবাসির কাছে এর বিচার চাই। ৩১ জানুয়ারী ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দিবে ইনশাআল্লাহ।

বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক সাংবাদিকদের জানান, লোকজনের মাধ্যমে জানতে পারি রাতে আমাদের গ্রামে একটি  বিশৃংখলা হয়েছে। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেছি। আমার সংশ্লিষ্টতার বিষয়টি ভিত্তিহীন।

এ ব্যাপাারে ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এস এম মাঈন উদ্দিন বলেন, গোয়ালাবাজারের নিজ করনসী গ্রামে একটি বিশৃংখলার খবর শুনে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।

ইউ ডি/বি এন-০১