দীপু মনিকে লিখিত দাবি দিচ্ছেন শাবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২২
০২:১৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২২
০২:১৬ অপরাহ্ন



দীপু মনিকে লিখিত দাবি দিচ্ছেন শাবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী দীপু মনিকে তাদের দাবি লিখিতভাবে দেবেন বলে জানিয়েছেন। বিকেলের দিকে তারা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন বলেও জানান।

তবে শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ। এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না।

উপাচার্য ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শনিবার গভীর রাতে ভার্চুয়ালি বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। বৈঠকে উপাচার্যের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলেও দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।

দীপু মনি আশ্বস্ত করেন, লিখিত দাবি পেলে সেগুলো সমাধানে উদ্যোগ নেবে সরকার।

আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশা রাজ রবিবার সকালে বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেয়ার কথা বলেছেন। এরপর আজ আবার আমাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। আমরা সবার সঙ্গে আলোচনা করে দুপুরের মধ্যেই মন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব জমা দেব।

‘আমাদের মূল দাবি একটাই, উপাচার্যের পদত্যাগ। এটা কালকের বৈঠকেও আমরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আসব না।’

এখনও সময় নির্ধারণ না হলেও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা বিকেলে দিকে হবে বলে জানান রাজ।

আরসি-১২