ভিসির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৩, ২০২২
০৫:০০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২২
০৫:০৩ অপরাহ্ন



ভিসির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হবে না

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ছবি- নাবিল হোসেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে এখন থেকে আর কাউকে দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা। 

আজ রবিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে তারা এই ঘোষণা দেন। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, 'আমরা এখানে আমরণ অনশন করছি। কিন্তু ভিসি বাসায় আরাম করছে। যে আসছে তার সঙ্গে দেখা করছেন। এ অবস্থা চলতে দেওয়া হবে না। তাই এখন থেকে ভিসির বাসভবনের সামনের গেইটে আমরা দাঁড়িয়ে থাকব। তবে কোনো সহিংসতা করব না।'

এরপরই শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনের গেইটে অবস্থান নেন। পুলিশ ও সংবাদ মাধ্যমে ব্যতীত আর কাউকে ভেতরে ডুকিতে দেওয়া হবে না বলেও জানান তারা। 

এদিকে শিক্ষার্থীদের পিছনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।


এনএইচ-০১/এএফ-০৩