সাবেক অর্থমন্ত্রীর জন্মদিনে সিলেটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৬, ২০২২
০৪:২৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২২
০৪:২৩ পূর্বাহ্ন



সাবেক অর্থমন্ত্রীর জন্মদিনে সিলেটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ, কূটনীতিক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৮তম জন্মদিন পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলটে নগরীর মুন্সিপাড়ায় কাউন্সিলর লায়েকের কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে কেক কাটার মধ্যদিয়ে বরেণ্য এই মহান ব্যক্তির জন্মদিন পালন করা হয়।

সাবেক অর্থমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কাউন্সিলর লায়েকের ব্যক্তিগত উদ্যোগে ২শ' অসহায়-গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণও করা হয় এবং ২০জন শিশুকে জন্মদিনের কেক খাওয়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সুয়েব আহমদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, সাবেক ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্রাচার্জ্য জনি, সাংবাদিক দিব্য জ্যোতি সি, সাংবাদিক আতিকুর রহমান নগরী, মহানগর যুবলীগ নেতা এস ডি সুমেল, নিহাদ আহমদ, ছাত্রলীগ নেতা সাকি চৌধুরী, রুহান আহমদ, আজিম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেট নগরীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

আরসি-১৮