'তোমাদের চাওয়া পূরণ হবে'

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ২৬, ২০২২
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২২
০৫:৩০ পূর্বাহ্ন



'তোমাদের চাওয়া পূরণ হবে'

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভঙ্গের চেষ্টায় ক্যাম্পাসে এসেছেন বরেণ্য কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। 

বুধবার (২৬ জানুয়ারি) ভোররাত ৩টা ৫৫ মিনিটে তারা শাবি ক্যাম্পাসে এসে পৌঁছান। ক্যাম্পাসে ঢুকেই তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মূল ফটক থেকে পায়ে হেঁটে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের বলেন, আজ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আমার বাসায় আলোচনা হয়েছে। তারা বাসায় এসেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছে।

তোমরা যা চাইছো, যে দাবি তোমাদের সেটা পূরণ হবে। তোমাদের ওসিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে- বলেন জাফর ইকবাল।

অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার সহধর্মিণী ইয়াসমিন হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০১৯ সালে তারা অবসরে যান। 

আরসি-০৫