জামিন পেয়েছেন শাবির সাবেক ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৬, ২০২২
০৭:৪৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৬, ২০২২
০৮:০১ অপরাহ্ন



জামিন পেয়েছেন শাবির সাবেক ৫ শিক্ষার্থী

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহায়তা করা গ্রেপ্তার হওয়া সাবেক ৫ শিক্ষার্থী জামিন পেয়েছেন।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সুমন ভূঁঈয়ার আদালতে তাদের তোলা হয়। পরে ‍শুনানি শেষে আদালত তাদেরকে জামিন দেন।

জামিনের বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

শাবিতে চলমান আন্দোলনের সময়ে সোমবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের বিশেষ দল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) তাদেরকে সিলেটে আনা হয়।

সিলেটে আনার পর নগরের জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

শিক্ষার্থীরা হলেন হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

আরসি-১৩