ভিসির বাসার সামনের অবরোধ প্রত্যাহার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৬, ২০২২
১১:২১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৭, ২০২২
১২:০৪ পূর্বাহ্ন



ভিসির বাসার সামনের অবরোধ প্রত্যাহার হচ্ছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার ফটকের সামনে থেকে অবরোধ প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে উপাচার্য পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

আজ বুধবার (২৬ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, ‘অনশন ভাঙ্গলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে। মিছিল, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জারী রাখবেন।’

তারা আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালেই ভিসির বাসভবনের সামনে রাখা অবরোধ প্রত্যাহার করা হবে। মেইন গেইট খুলেও দেওয়া হবে। এছাড়া রেজিষ্টার ভবন ছাড়া যে সব ভবনে তালা দেওয়া হয়েছিল তাও খুলে দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে ক্যাম্পাসে টং চালু করবে। অর্থাৎ যে সব বিষয় ভিসি ক্যাম্পাসে বন্ধ করেছিলেন তা আবার চালু করা হবে।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অহিংস কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এনএইচ/আরসি-২০