কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২২
০৪:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২২
০৪:৩৬ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) মজনু মিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকের বাজার হাই স্কুল মাঠে প্রবীণ মুরব্বি আশব আলীর সভাপতিত্বে ও টুকেরগাওঁ আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী মজনু মিয়া।
জনসভায় মজনু মিয়ার সমর্থন জানিয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি আবু তাহের মিয়া মেম্বার, আজমান ভূঁইয়া, নাদির মোল্লা, রোকন উদ্দিন, ফরিদ মিয়া, মনির হোসেন, চান মিয়া, সাংবাদিক আবিদুর রহমান, জাহের আলী, রাশেদ মিয়াসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক।
এসময় মজনু মিয়া বলেন, সবাইকে নিয়ে সুন্দর একটি ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চাই। সেই জন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা ও আমার মার্কা (ঘাড়া প্রতীকে) ভোট। আমি নির্বাচিত হলে সবাইকে নিয়ে উন্নয়ন কাজ করব।
আরসি-২৭