আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বসুন্ধরা-বাফুফের সমঝোতা?

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১২, ২০২২
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০২:৫৯ পূর্বাহ্ন



আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বসুন্ধরা-বাফুফের সমঝোতা?

নিজেদের হোম ভেন্যুতে খেলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে বসুন্ধরা কিংস আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছিল। আজকের লিগ কমিটির সভায় বসুন্ধরা কিংস তাদের হোম ভেন্যু ফিরে পেয়েছে। বসুন্ধরা কিংস হোম ভেন্যু ফিরে পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বসুন্ধরা কি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তাদের মামলার ভবিষ্যত নিয়ে। 

বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার ও লিগ কমিটির প্রতিনিধি আহমেদ শায়েক এই প্রসঙ্গে বলেছেন,‘ বসুন্ধরা এই মামলা চলমান রাখবে কিনা এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। এই সিদ্ধান্ত গ্রুপ থেকে আসবে।’ 

হোম ভেন্যু ফিরে পাওয়ায় বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ যদি এই মামলা অগ্রসর করতে না চায় সেটা কি সম্ভব কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রীড়া আদালত সব সময় মধ্যস্থতা পছন্দ করে। ক্রীড়া আদালতে আপিল করার পরও তারা অনেক সময় দুই পক্ষকে সমঝোতার কথা বলে। দুই পক্ষ মিলে সমঝোতার সুযোগ থাকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।’ 

বসুন্ধরা কিংসের প্রতিনিধি মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘এই ব্যাপারে মিডিয়া বক্তব্য দেয়া বারণ। আমরা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিষয়টি জানিয়েছি। তারা আমাদের বিষয়টি দেখবেন। এর পক্ষ এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করতে পারেন। আবার তারা যদি মনে করে আমাদের বিষয়টি যথাযথ নয় সেক্ষেত্রে মামলা ফিরিয়েও দিতে পারেন।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোনো বিষয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত গড়ায়নি। বসুন্ধরা কিংস আদালত পর্যন্ত যাওয়াতে কি বাফুফে ইউটার্ন করে আবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ফিরল।

এই প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বসুন্ধরা আন্তর্জাতিক আদালতে গিয়েছে। এটা মিডিয়ার মাধ্যমে জেনেছি। আমরা আনুষ্ঠানিকভাবে জানি না। তারা আমাদের জানায়নি।’ 

বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক অবশ্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলার ক্ষেত্রে বাফুফেকে জানানোর কোনো আনুষ্ঠানিকতা নেই বলে জানিয়েছেন। 

আরসি-১৩