হোর্তার গোলে হার এড়াল পর্তুগাল

খেলা ডেস্ক


জুন ০৩, ২০২২
০১:১৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২২
০১:১৮ অপরাহ্ন



হোর্তার গোলে হার এড়াল পর্তুগাল


স্পেনের বিপক্ষে তাদের ঘরের মাঠে পিছিয়ে পড়েও হার এড়াল পর্তুগাল। দীর্ঘ সাত বছর পর দেশের হয়ে মাঠে নামা রিকার্দো হোর্তার গোলেই ড্রয়ের স্বস্তিতে ফিরল সফরকারীরা। 

সেভিয়ায় বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে হয়েছে। ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে স্পেন এগিয়ে যায় আলভারো মোরাতার গোলে। শেষ দিকে বদলি নেমে সমতা টানেন হোর্তা।

গত মার্চে বিশ্বকাপ প্লে-অফে দারুণ দুটি জয়ে কাতারের টিকেট নিশ্চিত করা পর্তুগাল এ দিন খেলতে নামে তিনটি পরিবর্তন এনে। প্রথম ভাগের তুলনায় দলটির দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল সন্তোষজনক।

ম্যাচের ২৫ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ১০ মিনিট পর ৮২ মিনিটে করা রিকার্দো হোর্তার গোলে দলের হার এড়ায় পর্তুগাল। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।

পরের ম্যাচে আগামী রবিবার চেক রিপাবলিকের মুখোমুখি হবে স্পেন। একই দিনে পর্তুগাল ঘরের মাঠে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই গ্রুপের আরেক ম্যাচে চেক রিপাবলিক ঘরের মাঠে ২-১ গোলে সুইসদের হারিয়ে শুভসূচনা করেছে।

এএন/০২