খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২২
০৩:৪০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২২
১২:৩১ অপরাহ্ন
ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাঁদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ।
পাহাড়ি উপজেলা খাগড়াছড়ির বাসিন্দারাও আজ গর্বিত-আনন্দিত। এই উপজেলা থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিনজন খেলছেন। তাঁদেরকে পুরস্কারের ঘোষণাও এসেছে এরই মধ্যে।
নারী দলের ফুটবলার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই তিন ফুটবলারের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।
জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।
আরএম-০৩