খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২২
০৬:০৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২২
০৪:২১ অপরাহ্ন
সাফ নারী ফুটবলে জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার। গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে সেনাবাহিনী ২৭ সেপ্টেম্বর সংবর্ধনা দেবে।
একই সঙ্গে এক কোটি টাকা পুরস্কার দেবে তারা।
গত বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনালে জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার। আরেকটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র।
এএফ/০১