ব্রাজিলের পতাকার রঙে বাড়ি রঙ, ছবি তুলতে ভিড়

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২০, ২০২২
০৯:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২২
০৬:০৩ অপরাহ্ন



ব্রাজিলের পতাকার রঙে বাড়ি রঙ, ছবি তুলতে ভিড়

সিলেট নগরের ছড়ারপার এলাকা ঘনবসতিপূর্ণ। সরু রাস্তাগুলোতে সারাদিনই যানবাহনের ভিড়। এর মধ্যে পথচারীদের নজর ঠিকই কাড়ছে আবুল কালাম দিপুর বাসা। ব্রাজিলের পতাকার ঘন সবুজ, হলুদ আর গাঢ় নীল রঙে সাজানো বাড়ি দেখে ক্ষণিকের জন্য পথিক থমকে দাঁড়াচ্ছেন। কেউ ভালো করে দেখে ঠোটের কোনে হাসি নিয়ে ফের হাঁটা শুরু করছেন। কেউ কেউ আবার অন্যের কাছে মোবাইল দিয়ে বলছেন, ‘ভাই একটা ছবি তুলে দেন।’ পাড়াপড়শিরাও ভিড় করছেন ব্রাজিল পাগল দিপুর কাণ্ডকারখানা দেখতে।

সরেজমিন বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরের ১৪ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় এলাকায় গিয়ে দেখা গেল এমন চিত্র। এলাকার অন্তত পনের জন বাসিন্দা জানালেন, তাদের পাড়ায় ব্রাজিলের সমর্থক বেশি। সে কারণে ব্রাজিলের সমর্থনে পুরো বাড়িকে দিপু ব্রাজিলের পতাকা বানিয়ে ফেরায় তারা খুশি। শরিফ আহমদ এলাকার এক তরুণ বললেন, ‘ফুটবল বিশ্বকাপ আসার মাস দুয়েক আগে থেকেই সিলেটে আবহ পাওয়া যায়, পতাকা কেনা, জার্সি বানানো, দেয়ালে প্রিয় দলের পতাকা আঁকা, লেখা হয়। এবার সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেভাগে সেই আবহ মিলেনি। তবে দিপু ভাই বাড়ি রঙ করায় এক দিনেই এলাকায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে।’ শরিফের মতো অনেকেই বললেন, ‘দিপুর এমন কাজে বিশ্বকাপের সময় যে চলে এসেছে সেটা যেমন বুঝা যাচ্ছে তেমনি খবর পেয়ে অনেকে সকাল বিকাল বাড়িটি দেখতে আসছেন, ছবি তুলছেন। তাতে একটা উৎসবের আমেজ পাচ্ছেন তারা।’

আবুল কালাম দিপু ছোটবেলায় যখন ফুটবল বুঝতে শুরু করেছেন তখন থেকেই ব্রাজিলের ভক্ত। বড় পরিবারের বড় অংশই ব্রাজিল ভক্ত। দিপু কালের কণ্ঠকে বললেন, ‘আমরা ১০ ভাই, ৪ বোনের মধ্যে তিন জন আর্জেন্টিনার ভক্ত। বাকি সবাই ব্রাজিলের। শুধু বাবা এ দুই দলের কোনটিকেই সমর্থন করেননা। তিনি জার্মান আর ফ্রান্সের ভক্ত।’

ঘরের রঙ বদলে ফেলার চিন্তা কেন মাথায় এলো এমন প্রশ্নে বললেন, ‘ছোটবেলা থেকেই পত্রিকায় দেখি বিশ্বকাপ ফুটবলের সময় মানুষ তাদের ভবন প্রিয় দলের রঙে রাঙাচ্ছেন। তখন থেকে আমার খুব শখ ছিল। এখন নিজে আয় করি। তাই শখটা পূরণ করে নিলাম।’ 

পেশায় কম্পিউটার গেমস ব্যবসায়ী দিপু জানালেন, তিনি একসময় ফুটবল খেলতেন। ঢাকায় তৃতীয় বিভাগ, চট্টগ্রামে প্রিমিয়ার লিগ এবং সিলেটে মেয়রকাপে খেলেছেন। পায়ের লিগামেন্টের সমস্যার কারণে খেলা বাদ দিয়েছেন। তবে ফুটবলের প্রতি প্রেম দিনকে দিন তীব্র হচ্ছে। বিশ্বকাপ ফুটবল দেখতে তাই নানা প্রস্তুতি নিচ্ছেন। বাড়িকে ব্রাজিল বাড়ি বানাতে খরচ গেছে প্রায় অর্ধ লাখ টাকা। ঘরের কনিষ্ট সদস্যদের জন্য ব্রাজিলের জার্সি কিনেছেন। আরো নানা পরিকল্পনা আছে তার। 


ব্রাজিলের পতাকার রঙে বাড়ি রঙ করেছেন পাড়া প্রতিবেশির প্রতিক্রিয়া কি এমন প্রশ্নে বললেন, ‘এখন পর্যন্ত কেউ নেতিবাচক কিছু বলেননি। সবাই মজা পাচ্ছেন মনে হয়েছে। তাছাড়া আমাদের পাড়ায় ব্রাজিল সমর্থকই বেশি। তারা আমাকে উৎসাহিত করছেন। অনেকে আসছেন দেখতে, ছবি তুলতে।’


এএফ/০৭