অঘটনের বিশ্বকাপে এবার ব্রাজিলও কুপোকাৎ

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৩, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২২
০৯:৪৩ অপরাহ্ন



অঘটনের বিশ্বকাপে এবার ব্রাজিলও কুপোকাৎ

আর্জেন্টিনার হার দিয়ে অঘটনের বিশ্বকাপ শুরু আর ব্রাজিলের হার দিয়ে শেষ হলো প্রথম রাউন্ড। এবারের বিশ্বকাপ যেন প্রমাণ দিচ্ছে ছোট দল-বড় দলের পার্থক্য ঘুচিয়ে এলো বলে। এবার শুরু থেকেই ছোটো দলগুলোও হারিয়ে দিচ্ছে বড় বড় জায়ান্টদের। ফলে বিশ্বকাপটা হয়ে উঠেছে অঘটনের। এই অঘটনের বিশ্বকাপে এবার ধরাশায়ী হলো ব্রাজিলও। ক্যামেরুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।

তবে ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে যাচ্ছে তারা। অন্যদিকে জিতেও হতাশ হতে হচ্ছে ক্যামেরুনকে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতী দল হয়ে বিশ্বকাপ শেষ করতে হচ্ছে তাদের।

খেলার নির্ধারিত সময় পেরিয়ে গেছে। অতিরিক্ত আরও ৯ মিনিট যোগ হয়েছে। দ্বিতীয় মিনিটেই গোল করলেন ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আবুবকর। বাম দিক থেকে নম এমবেকির তেও একটি ক্রস থেকে হেড করে ব্রাজিলের জালে বলটি জড়ান তিনি। তাতেই বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে ক্যামেরুন। উচ্ছাসের মাত্রায় সব ভুলে গিয়ে জার্সি  খুলে ফেলেন তিনি। ফলে হলুদ কার্ড দেখেন। আগেও একটা কার্ড ছিল তার নামের পাশে। তাই লাল কার্ড নিয়ে চলে যেতে হয় মাঠের বাইরে।

তাতে শেষ ৭ মিনিট ১০ জনের ক্যামেরুন ছিল মাঠে। তবে ব্রাজিল আর গোল পরিশোধ করতে পারেনি। হার নিয়েই ছাড়তে হয় মাঠ।


এএফ/০১