ফিফা গোল্ডেন বুটের দৌড়ে আছেন যারা

ক্রীড়া প্রতিবেদক


ডিসেম্বর ০৩, ২০২২
০৭:০৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২২
০৭:০৯ অপরাহ্ন



ফিফা গোল্ডেন বুটের দৌড়ে আছেন যারা
৪৮ ম্যাচে ১২০ গোল, হ্যাটট্রিক নেই


কাতার বিশ্বকাপের ৬৪টি ম্যাচের মধ্যে প্রথম রাউন্ডের ৪৮টি ম্যাচ শেষ হয়েছে। ৩২টি দলের মধ্যে ১৬টি দল নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। বিদায় নিয়েছে সমসংখ্যক দল। প্রথম রাউন্ডে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। এই তিন খেলায় যারা সর্বোচ্চ গোল পেয়েছেন তারাই থাকছেন গোল্ডেন বুটের দৌড়ে। বিশ্বকাপ শেষে সর্বাধিক গোলদাতার হাতে উঠবে গোল্ডেন বুট। 

প্রথম রাউন্ডের ৪৮টি ম্যাচে ১২০টি গোল হলেও হ্যাটট্রিক হয়নি একটিও । এর মধ্যে ৩টি করে গোল করেন ৫ জন। ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া বিদায় নেওয়ায় গোল্ডনে বুট জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো, ইংল্যান্ডের মার্কুস রাসফোর্ড ও স্পেনের আলবার্ত মোর্তা। 

এছাড়াও ২টি করে গোল করেছেন লিওনেল মেসি (আর্জেন্টিনা), মেহদি তারেমি (ইরান), ফেরান তোরেস (স্পেন), রিচার্লিসন (ব্রাজিল), অলিভিয়ার জিরুড (ফ্রান্স), ভিনসেন্ট আবুবকর (ক্যামেরুন), রিস্ট ডন (জাপান), ব্রুনু ফার্নান্ডেজ (পর্তুগাল), চো ঝুং সাং (দক্ষিণ কোরিয়া) ও ব্রিল এমবোল (সুইজারল্যান্ড) সহ ১৮জন। 

এএন/০২