ভূমিকম্পে নিখোঁজ আতসুর মৃত উদ্ধার

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১৮, ২০২৩
০৫:১৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৩
০৯:৩৩ অপরাহ্ন



ভূমিকম্পে নিখোঁজ আতসুর মৃত উদ্ধার


তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মরদেহ পাওয়া গেছে। হাতাই প্রদেশে তাঁর নিজ বাসার ধ্বংসস্তূপের নিচে মরদেহ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন আতসুর এজেন্ট। ঘানার ৩১ বছর বয়সী এই ফুটবলার ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন।

তুরস্কের ফুটবল ক্লাব হাতায়াসপোরে খেলতেন আতসু। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, এভারটন ও নিউক্যাসলেও খেলেছেন। আতসুর ক্লাব হাতায়াসপোর মরদেহ পাওয়ার খবর নিশ্চিত করে টুইট করেন, ‘শোক প্রকাশের ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না আতসু, শান্তিতে ঘুমাও হে চমৎকার মানুষ।’

এর আগে ভূমিকম্পের পর হাতাই জানিয়েছিল, আহত অবস্থায় আতসুকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁর এজেন্ট নানা সেচেরে জানান, খোঁজ পাওয়া যায়নি আতসুর। 

হাতায়ায় ছুটে যাওয়া সেচেরে শনিবার টুইটে জানান, মৃত আতসুর খোঁজ মিলেছে, ‘হৃদয় বিদীর্ণ করে আমাকে ঘোষণা করতে হচ্ছে, ক্রিস্টিয়ান আতসুর মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেছিলেন, সবাইকে ধন্যবাদ।’

সৌদি আরবের আল-রায়েদ ক্লাব থেকে ২০২২ সালের সেপ্টেম্বরে হাতায়াসপোরে যোগ দেন আতসু। ভূমিকম্পের আগের দিন টার্কিশ সুপার লিগের ম্যাচে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন। ঘানার হয়ে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আতসু ২০১৫ সালে আফ্রিকা কাপ অব নেশনসের রানার্সআপ দলে ছিলেন।

ক্লাব ফুটবলে পর্তুগালের পোর্তো থেকে ২০১৩ সালে যোগ দেন চেলসিতে। এরপর কয়েক মৌসুম ধারে খেলেছেন এভারটন ও বোর্নমাউথে। ২০১৬ সালে নিউক্যাসলের হয়ে চ্যাম্পিয়নশিপ লিগেও খেলেন। আতসুর মরদেহ উদ্ধারের পর নিউক্যাসল টুইটে লিখেছে, ‘ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক খবরটি জেনে আমরা বেদনাহত।’


এএফ/০২