সিলেট মিরর ডেস্ক
জুন ০৩, ২০২৩
০১:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২৩
০১:৪১ অপরাহ্ন
ফ্রান্সের রাজধানী প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় আবুল খায়ের (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
গত ছয় বছর ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করছিলেন প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের।
জানা গেছে, গত ২৩ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত ২৬ মে প্যারিসের বোয়াসি সেইন্ট আন্তলিয়া স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
৩৮ বছর বয়সী নিহত আবুল খায়েরের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামে। তার এক স্বজন জানিয়েছেন, পুলিশের কাছ থেকেই তিনি খায়েরের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
পুলিশ আরও জানিয়েছে, নিহতের শরীরে অনেক জখম ছিল। গত বছর কাজ থেকে ফেরার পথে সোহেল রানা নামে আরেক বাংলাদেশি দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছিলেন।
এএফ/০৪