পিএসজিতে কঠিন দিনগুলোর কথা জানালেন মেসি

খেলা ডেস্ক


জুন ২৬, ২০২৩
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২৩
০১:৪৩ পূর্বাহ্ন



পিএসজিতে কঠিন দিনগুলোর কথা জানালেন মেসি

বার্সেলোনা ছেড়ে যখন পিএসজিতে যোগ দিলেন, প্যারিসের মানুষ লিওনেল মেসিকে বরণ করেছিল রাজকীয় সংবর্ধনায়। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বদলে যায় দ্রুত। ফরাসি ক্লাবটিতে দুই বছরের অধ্যায়ের শেষ দিকে শুধু দুয়ো শুনেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। এমনকি লিগ ওয়ানের ক্লাবটির হয়ে বিদায়ী ম্যাচেও দেখা গেছে একই চিত্র।

আসলে পিএসজিতে দুই বছরের অধ্যায়টা মোটেও সহজ ছিল না মেসির জন্য। টিকে থাকতে হয়েছে অনেক যুদ্ধ করে। বিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেই সব দিনগুলোর কথাই স্মরণ করেছেন মেসি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালোই লাগত। আমাকে উৎসাহ দিতেন তারা। তার পর হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সঙ্গে অন্য রকম আচরণ শুরু করেন তারা।’

মেসি বলেন, ‘এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশির ভাগ সমর্থকই আমাকে ভালোবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল। আমি চাইনি কোনো বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপ্পে এবং নেইমারের সঙ্গেও একই কাজ করেছেন তারা।’

যোগ করেন, ‘এটাই তাদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যারা আমাকে সমর্থন করেছেন তাদের ভুলব না। প্রথম থেকেই তারা আমার পাশে ছিলেন।’

পিএসজিতে দুই মৌসুমে ৩২টি গোল করেছেন মেসি, গোলে সহায়তা করেছেন ৩৫টি। দুই মৌসুমেই লিগ শিরোপা জিতেছে তার ক্লাব, একবার জিতেছে ফ্রেঞ্চ সুপার কাপ। এরপরও সমর্থকদের অনেকে তার পারফরম্যান্সে খুশি হতে পারেননি।

বিশেষ করে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই মেসি আরো বেশি বিদ্রূপের শিকার হন। কিছু ফরাসিপ্রেমী কোনোভাবেই দেশের হার মেনে নিতে পারেননি। মেসি বিশ্বকাপ জেতায় যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে তার উপরেই।

আরসি-০১