সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৪, ২০২৩
০৪:৩১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২৩
০৪:৩১ অপরাহ্ন
সাফ চ্যাম্পিয়নশিফের ফাইনালে কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। এটি টুর্নামেন্টে তাদের ৯ম শিরোপা। মঙ্গলবার শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলে হারায় স্বাগতিকরা।
মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচটির ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় কুয়েত। ৩৮ মিনিটে গোল করে সমতায় ফেরে ভারত। প্রথমার্ধ থেকে অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল একটি করে গোল নিয়ে সমতা ধরে রেখেছিল।
টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত।
টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় ভারতকে হারিয়ে গ্রুপসেরা হয়েছিল কুয়েত। তবে শিরোপার লড়াইয়ে নেমে তারা আর জয়রথ ধরে রাখতে পারেনি।
এএন/০২