নারী ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি, কারা কত টাকা পাবে

খেলা ডেস্ক


জুলাই ২০, ২০২৩
০১:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২৩
০১:২৭ পূর্বাহ্ন



নারী ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি, কারা কত টাকা পাবে

ফিফা নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। দুপুর ১টায় অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের ‍মুখোমুখি হবে নরওয়ে। টুর্নামেন্টের নবম আসরটি যৌথভাবে আয়োজন করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসরটিতে এবারই প্রথম অংশ নিচ্ছে ৩২ দল। ১৯৯১ সালে চীন থেকে যাত্রা শুরু হয়েছিল এই টুর্নামেন্টের। সেবার ১২ দল অংশ নিয়েছিল। এবার দল সংখ্যা ২০টি বেশি। ফিফা চায় নারী ফুটবলকে এগিয়ে নিতেই। সেটাই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে এবারের বিশ্বকাপ।

স্বাভাবিকভাবে তাই দর্শকদের আগ্রহ অংশগ্রহণকারি দলের প্রাইজমানি কত? দল সংখ্যা যেমন বেড়েছে, তেমনি এবারের প্রাইজ মানিও অন্যান্য সব আসরের তুলনায় কয়েকগুণ বাড়িয়েছে ফিফা। ২

০১৯ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় তিনগুন বৃদ্ধি পেয়েছে এবারের প্রাইজ মানি। সব মিলিয়ে ১১০ মিলিয়ন মার্কিন ডলার অংশগ্রহণকারী ৩২টি দেশের মধ্যে ভাগ হয়ে যাবে।

প্রাইজ মানি যেভাবে ভাগ করা হবে

পর্ব

খেলোয়াড়

দল

গ্রুপ পর্ব

৩০ হাজার ডলার

১.৫৬ মিলিয়ন ডলার

শেষ ষোল

৬০ হাজার ডলার

১.৮৭ মিলিয়ন ডলার

কোয়ার্টার ফাইনাল

৯০ হাজার ডলার

২.১৮ মিলিয়ন ডলার

চতুর্থ স্থান

১ লাখ ৬৫ হাজার ডলার

২.৪৬ মিলিয়ন ডলার

তৃতীয় স্থান

১ লাখ ৮০ হাজার ডলার

২.৬১ মিলিয়ন ডলার

রানার্স আপ

১ লাখ ৯৫ হাজার ডলার

৩.০২ মিলিয়ন ডলার

চ্যাম্পিয়ন

২ লাখ ৭০ হাজার ডলার

৪.২৯ মিলিয়ন ডলার

আরসি-০২