অবসর নিতে চেয়েছিলেন নেইমার

খেলা ডেস্ক


জুলাই ২০, ২০২৩
০২:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২৩
০২:৫৩ অপরাহ্ন



অবসর নিতে চেয়েছিলেন নেইমার

ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়ে কাতার গিয়েছিলেন নেইমার। সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে সেই সময়ে নিজের মানসিক অবস্থার কথা খোলামেলা বলেছেন নেইমার। ব্রাজিলের খ্যাতিমান সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘সত্যি বলতে বিশ্বকাপের পর আমি আর (জাতীয় দল) ফিরতে চাইনি। কিন্তু নতুন করে আবারও ভাবতে হয়েছে।’

কেন সেই ব্যাখ্যায় নেইমার বলেন, ‘আমি তো সাফল্যের জন্য ক্ষুধার্ত, তাই না? তাই ওই ভাবনা পুনর্বিবেচনা করে পাল্টাতে হয়েছে। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি। কিন্তু পরিবারকে ভুগতে দেখাটাও কষ্টকর।’

বিশ্বকাপের চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে নেইমারকে। গ্রুপ পর্বে দুটি ম্যাচ মিসও করেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে নেন নেইমার। কিন্তু সেই লিড ধরে রাখা যায়নি। পরে তো টাইব্রেকারে হার।

নেইমার বলছেন, ‘আমি টানা পাঁচ দিন কেঁদেছি। ওভাবে স্বপ্ন চূর্ণ হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম।’

গোল করেও জিততে না পারার দুঃখটাই বেশি নেইমারের, ‘০–০ ব্যবধানে থেকে টাইব্রেকারে ম্যাচ হারব এবং কোনো গোল করব না—সেটা মেনে নিতে রাজি আছি। কিন্তু গোল করব, এরপর গোল হজম করে টাইব্রেকারে হারব—সেটা মেনে নেওয়া খুব কঠিন।’

আরসি-০৮