সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৫, ২০২৩
০২:০৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০২:২৩ অপরাহ্ন
কবি আসাদ চৌধুরী। -ফাইল ছবি
কবি আসাদ চৌধুরী আর নেই। কানাডার টরন্টোর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবি আসাদ চৌধুরীর ছোট ছেলে জারিফ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
জারিফ চৌধুরী টরন্টো থেকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘টরন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে আব্বার মৃত্যু হয়। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় তিনি মারা যান।’
কবি আসাদ চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে। তাঁরা সবাই এখন টরন্টোয় আছেন বলে জানান জারিফ চৌধুরী।
প্রথম কবিতার বই ‘তবক দেওয়া পান’–এ পরিচিতি পান কবি আসাদ চৌধুরী। ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সালে পান একুশে পদক।
আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণ করেন।
এএফ/১৪