হবিগঞ্জে প্লাস্টিকের পণ্য বোঝাই ট্রাকে আগুন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৭, ২০২৩
০২:০৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২৩
১০:৩০ অপরাহ্ন



হবিগঞ্জে প্লাস্টিকের পণ্য বোঝাই ট্রাকে আগুন


হবিগঞ্জ সদর উপজেলায় প্লাস্টিকের পণ্যবাহী একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার উপজেলার ভাঙ্গার পুল এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

আগুনে ট্রাক ও এতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।

ট্রাকের চালক আব্দুস সাত্তার জানান, প্লাস্টিকের পণ্য নিয়ে হবিগঞ্জ শহরে আসার পথে ভাদৈ এলাকায় কিছু লোক মিছিল নিয়ে আসে। এসময় তারা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিক পণ্য হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া গাড়ির সামনে অংশ পুড়ে গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘প্লাস্টিকের পণ্যবাহী ট্রাকটি ওলিপুর শিল্প এলাকা থেকে জেলা সদরে আসছিল। ভাঙ্গার পুল এলাকায় পৌঁছালে বিএনপির ডাকা অবরোধের সমর্থনকারীরা চলন্ত ট্রাকটিতে আগুন দেয়।’ 

ক্ষয়ক্ষতির পরিমাণ এখুনি বলা যাচ্ছে না জানিয়ে ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’


এএফ/১১